সিলেটে যুবদলের দুই নেতা বহিষ্কার JK NEWS 24 BD JK NEWS 24 BD প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে সিলেট মহানগর শাখার দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। গত শনিবার (২৬ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বহিষ্কৃত দুই নেতা হলেন- সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. তৌফিক বক্স লিপনের হয়ে কাজ করতেন। বর্তমানে লিপন গ্রেফতার হয়ে কারাবন্দি রয়েছেন। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। SHARES রাজনীতি বিষয়: