রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ JK NEWS 24 BD JK NEWS 24 BD প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি : সিলেটে অব্যাহত যানজট, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মহানগরীর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত রয়েছেন। নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, ৫ জুলাই থেকে সাতটা দিন ছাত্ররা দেশকে নিয়ন্ত্রিত রাখতে পারলে এখন যখন প্রশাসন পরিপূর্ণ প্রস্তুত এখন কেন চুরি ডাকাতি হাইজ্যাক ছিনতাই এর মতো গুরুতর অপরাধ বেড়েই চলছে। নেতৃবৃন্দ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরা এই সরকারকে ব্যর্থ হতে চাই না, কিন্তু এই সুযোগে আইন-শৃঙ্খলার অবনতি হবে তা আমরা মেনে নিতে পারি না প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিন। স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্র সংগঠনের সহযোগিতা গ্রহণ করুন, কোন অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক আমরা চাইনা এবং আমরা মেনে নিতে পারব না। সমাবেশে নেতৃবৃন্দ জকিগঞ্জের শ্রমিক নেতা খলিলুর রহমানের মুক্তির দাবী জানান। সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুক্তার আহমদ, সৈয়দ মোসাদ্দিক আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ সগির আমিন,আলহাজ্ব জুবের আল মাহমুদ, মাওলানা হোসাইন আহমদ ,মাওলানা আমিনুদ্দিন আব্দুল হালিম সাতবাকী, মাওলানা আব্দুল মতিন চৌধুরী, মাওলানা আখতারুজ্জামান, মুফতি জাকারিয়া মাহমুদ,মাওলানা হাসান আহমদ,মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, রেজাউল হক, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সাইফুল ইসলামএলএলবি, মাওলানা মাওলানা খাইরুজ্জামান, মাহমুদুল হাসান নোমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,মাওলানা আব্দুল আহাদ নোমান, শাহ আদনান, মাওলানা আফজল, মাওলানা আবু হানিফা সাদী, আইনুল ইসলাম, সৈয়দ শাকির আলী, আব্দুল করিম দিলদার , ছাত্রনেতা আবু তাহের প্রমুখ। SHARES সিলেট বিষয়: