নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্মরন সভা JK NEWS 24 BD JK NEWS 24 BD প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ প্রেস বিজ্ঞপ্তি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েের প্রোভিসি প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল পেতে শিক্ষার্থীদের নতুন ভাবে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করতে হবে। যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সে প্রত্যাশা পূরণে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন,জুলাই গণ–অভ্যুত্থান আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে।আজকের শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশেের স্বপ্নের সারথী। এদেরকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে বৈষম্য বিরুধী আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে স্মরন সভা ও জুলাই গনঅভ্যূত্থান ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইসমাইল হোসেন, ইডেন গার্ডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ফরিদ আহমদ। নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম এ আজিজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হৃদিমা, গীতা পাঠ করেন ফাল্গুনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এম এ বায়েস। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, কলেজের শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, শিক্ষার্থী মেহরিন হাসান স্নেহা, জান্নাতুল ফেরদৌস মিম,মারিয়া জান্নাত। সভার শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। SHARES সারা বাংলা বিষয়: