সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি JK NEWS 24 BD JK NEWS 24 BD প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১ একটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টরা কর্মবিরতি করছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে দেখবেন। শিগগিরই সিএন্ডএফরা কাজ শুরু করবেন বলে আশা করছি। চট্টগ্রামস্থ সিএন্ডএফ এসাসিয়েশনের যুগ্ম-সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, গত বুধবার কাস্টম হাউসের ‘৮-এর বি’ শাখায় একটি পেপার এসেসমেন্টের সময় ঐ শাখার রাজস্ব কর্মকর্তা নিজামউদ্দিন সিএন্ডএফ-এর কাছে মোটা অংকের ঘুষ দাবি করে। এ নিয়ে উভয়পক্ষে কথা কাটাকাটি হয়। ঐ রাজস্ব কর্মকর্তা এ ব্যাপারে কাস্টমস হাউসের প্রশাসনিক শাখায় মিথ্যা অভিযোগ করে। এতে একটি সিএন্ডএফ-এর লাইসেন্স অন্যায়ভাবে স্থগিত করা হয়। অথচ ১৫ দিন আগে বন্দরে অবৈধ সিগারেট ধরেছে। তাদের ব্যাপারে কর্তৃপক্ষ নিরব। তিনি বলেন, সিএন্ডএফরা করোনার মধ্যে নিরবিচ্ছিন্ন কাজ করতে গিয়ে তাদের শত শত কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পক্ষান্তরে করা হচ্ছে মিথ্যা অভিযোগে লাইসেন্স বাতিল। SHARES অপরাধ বিষয়: