গোয়াইনঘাটে রাস্তার কাজ পরিদর্শনে উপসচিব সুবর্ণা সরকার JK NEWS 24 BD JK NEWS 24 BD প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের রাধানগর প্রধান সড়ক হতে গহড়া গ্রামের এক কিলোমিটার আরসিসি পাকা করন রাস্তার কাজ পরিদর্শন করেছেন সিলেটের স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব সুবর্ণা সরকার। সোমবার (২৪ মার্চ) দুপুরে তিনি রাস্তার কাজ পরিদর্শন করে বর্ষার আগে দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে তাগিদ প্রদান করেন। এ সময় তিনি গহড়া গ্রামের মানুষের সুবিধার্থে রাস্তার প্রবেশ মুখে সাধারণ মানুষ দুর্যোগ সময়ে বসতে পারে তার জন্য একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। এছাড়া এই এলাকার প্রাকৃতিক পরিবেশ দেখে সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি অনাবাদি জমি আবাদের আওতায় আনতে সেচ প্রকল্প ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খননসহ সম্ভাব্য কিছু সম্ভাবনাময়ী কাজের প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। একসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী,উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী,গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম ও ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন প্রমুখ। SHARES সিলেট বিষয়: