ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব : মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব। রমজান মুত্তাকিদের জন্য তাকওয়া অর্জনের মাস। রমজানে কোরআন নাজিল হয়েছিল, আর কোরআন জানা এবং মানা ছাড়া তাকওয়া অর্জন সম্ভব নয়।

সোমবার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় আমনিয়া বাজারে আমুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম সেবুলের সভাপতিত্বে, সুজন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামী সিলেট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিক। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা রাসেল আহমদ, হেলাল আহমদ প্রমুখ।

মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করুন হাফেজ মনসুর আহমদ ও সংগীত পরিবেশন করেন আবির আহমদ।